Monday, 20 July 2015

অমর্ত্য সেন

" এমনকী একশোটা ব্যাঙ্গালোর বা হায়দ্রাবাদও নিজেদের জোরে ভারতের গেড়ে বসা দারিদ্র্য ও গভীরে প্রোথিত অসাম্যকে দূর করতে পারবে না । তথ্যপ্রযুক্তির উন্নতি ও তার সঙ্গে সংশ্লিষ্ট উন্নয়নের ফল ভারতের গরিবরা খুব কমই পেয়ে থাকেন । এবং সেটি মূলত পরোক্ষভাবে । দারিদ্র্য দূরীকরণ, বিশেষত চরম দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে ব্যাপক ভিত্তিতে অধিকতর অংশগ্রহনমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির আয়োজন আছে । কিন্তু অশিক্ষা, বেহাল স্বাস্থ্য পরিষেবা, অসম্পূর্ণ ভূমি সংস্কার এবং অন্যান্য চরম সামাজিক বৈষম্যের বাধা ভেঙ্গে এই সার্বিক উন্নয়ন অর্জন করা খুব সহজ কাজ নয় । বৃহত্তর পরিসরে সামাজিক সুযোগ সৃষ্টি করা ও তাকে বাড়িয়ে তোলার কাজ থেকে বিচ্ছিন্ন ভাবে অর্থনৈতিক উন্নয়ন ঘটতে পারে না । "

No comments:

Post a Comment